স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখা

 প্রচ্ছেদ / স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখা

 

টাংগাইল পৌরসভা কার্যালয়

টাংগাইল

পরিবার পরিকল্পনা শাখা

সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ই.পি.আই):-

০-১৮ মাস বয়সের শিশুদের ৯টি মারাত্বক রোগের টিকা দেওয়া হয়।

বাৎসরিক শিশু টার্গেট ৪,১৮০ জন
বাৎসরিক শিশু কভারেজ : ৫০০০ জন

 

১। যক্ষা / বিসিজি

শিশু জম্নের পর পর বিসিজি টিকা দেওয়া হয় ও জম্নের ১৪ দিনের মধ্যে ০-ডোজ ২ ফোটা করে অতিরিক্ত পোলিও খাওয়োনো হয়।

২। পোলিও

২ ফোটা করে পোলিও খাওয়োনো হয়।

৩। ডিফথেরিয়া

 

শিশু জম্নের ৪২ দিনের মধ্যে ১ম ডেজ, ২৮ দিন পর পর ২য় ডোজ এবং ৩য় ডোজ টিকা দেওয়া হয়।

৪। হুপিং কাশি

৫। ধনুষ্টংকার

৬। হেপাটাইটিস-বি

৭। হিমোফাইলাস ইনফ্লুয়েজা-বি

 

৮। রুবেলা

শিশুর বয়স ৯ মাস পূর্ন হলেই ১ম ডোজ এমআর টিকা দিতে হয় এবং ১৫ বছর বয়েসের সকল মহিলাদের এমআর টিকা দেওয়া হয়।

 

 

 

৯। হাম

শিশুর ১৫ মাস বয়স হতে ১৮ মাস বয়েসের মধ্যে হামের ২য় ডোজ টিকা দেওয়া হয়।

১৫-৪৯ বচর বয়েসের সকল মহিলা এবং গর্ভবতী মহিলাদের ধনুষ্টংকার এর জন্য টিটি টিকা দেওয়া হয়। ১ম ডোজের ২৮ দিন পর ২য় ডোজের ৬মাস পর ৩য় ডোজ টিকা দেওয়ার ১ বছর পর পর ৪র্থ ও ৫ম ডোজ টিটি টিকা দিতে হয়। প্রতি বছর প্রায় ৩১ হাজার মহিলাদের টিটি টিকা দেওয়া হয়।

১০। ৬ মাস পর পর পৌসভার ১৮টি ওয়ার্ডে জাতীয় ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পালন করা হয়। ১-৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শিশুদের অন্ধত্ব রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতি বছর প্রায় ২৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

১১। ৬ মাস পর পর পৌসভার সকল প্রাথমিক বিদ্যালয়(সরকারি, ওবসরকারি), কেজি স্কুল ও মাদ্রাসাগুলোতে ৫-১২ বছরের ছাত্র-ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট(৪০০ মি: গ্রাম এলবেনডাজল) খাওয়ানো হয়। প্রতি বছর প্রায় ৪০ হাজার ছাত্র-ছাত্রীদের এই ট্যাবলেট খাওয়ানো হয়।

১২। বছরে ১বার ( জাতীয় টিকা দিবসে) ০-৫ বছরের কম বয়সী শিশুদের ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হয়।

উপরোক্ত সকল রোগের টিকাসহ (এএফপি) সার্ভিনেস্ ইপিআই কর্মীদের মাধমে করা হয়ে থাকে।

 

  

পৌরসভার আওতাধীন বাৎসরিক ইপিআই কর্মপরিকল্পনা বাস্তবায়নকারী কর্মীদের নামের
তালিকা ও মোবাইল নম্বর

ক্রমিক নং

কর্মীর নাম

     মোবাইল নম্বর

খ: আঃ কাদের সিরাজুল ইসলাম
ভ্যাকসিনেটর সুপারভাইজার

01914-270180

সমাপ্তি সাহ

01946-867317

শাহনাজ পারভীন

01790-375789

আঞ্জুমানআরা

01687-110861

তানিয়া আক্তার

01831-893102

সৈয়দ আব্দুল আওয়াল

01739-951213

মোঃ আলমগীর হোসেন

01830-710675

কনা হক

01710-688698

সাবিনা আক্তার

01784-162461

১০

ফরিদা আক্তার

01762-359241

এফডব্লিউএ কর্মী

শামীম আরা

01914-018334

রেবেকা সুলতানা

01715-282951

নাজমা বেগম

0173-3980062

খালেদা পারভীন

01720-650868

ফতেমা আক্তার

01711-473624

আছমা খাতুন

01711-706313

ফরিদা আক্তার

01684-622400

হাছনা হেনা

01939-065545

নুরজাহান বেগম

01931-654500

১০

কোহিনুর বেগম-১

01786-610777

১১

কোহিনুর বেগম-২

01735-367572

 এই পাতাটি ডাউলোড করুন: (Word File)

ফটো গ্যালারি